Source : Jagonews24
অনেক জল্পনা কল্পনার পর হকি ফেডারেশনের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। গঠিত কমিটিতে জায়গা হয়নি নির্বাচিত কমিটির সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীর, যুগ্ন-সম্পাদক তানভীর আদেল এবং দুই সদস্য মামুনুর রশিদ ও রফিকুল ইসলাম কামালের।
নিম্নে হকির এডহক কমিটির তালিকা তুলে ধরা হলঃ
সভাপতি: এয়ার চীফ মার্শাল আবু এসরার বিপিপি, এনডিসি, এসিএসসি (সরকার কর্তৃক মনোনীত), সহ-সভাপতি: ড. মাহফুজুর রহমান, সাজেদ এ আদেল, রশিদ শিকদার, প্রতাপ শংকর হাজরা, এ কে এম মমিনুল হক সাঈদ সাধারণ সম্পাদক: আবদুস সাদেক, যুগ্ন সম্পাদক: মোঃ মাহবুবুল আহসান রানা, মোঃ বদরুল ইসলাম দিপু কোষাধ্যক্ষ: কাজী মনিরুজ্জামান, সদস্য: ইউসুফ আলী, আহমেদ রিপন, আনোয়ার হোসাইন খান, রফিকুল ইসলাম, মোসাদ্দেক হোসাইন চৌধুরী পাপ্পু, মোঃ ইউসুফ, তৌফিকুর রহমান রতন, শফিকুল ইসলাম টিটু, সৈয়দ তারিকুল ইসলাম শান্ত, নাজিরুল ইসলাম নাজু, নজরুল ইসলাম, মাহবুব হারুণ, আহমেদ আসিফুল হাসান, আলমগীর আলম, মোস্তবা জামান পপি, আবু মোহাম্মদ নুরুর রহমান দুর্বার, খাজা তাহের লতিফ আদেল, টুটুল কুমার নাগ, এম এম দেলোয়ার হোসেন, হারুন আর রশিদ রিংকু।
Mr. Shafiullah Al Munir is always keen to listen to others. To reach him please
Copyright © 2024 Index Group. All rights reserved